জয়ার শুধু খিদে পায়, যা পায় সব খায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ | ২৬৩

এপার-ওপার বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান শুটিংয়ের কাজে এখন কলকাতায় রয়েছেন। সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ওসিডি’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটিতে একজন মানসিক রোগীর চরিত্রে দেখা যাবে জয়াকে। 

এরইমধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ দেশি অভিনেত্রী। ‘চালচিত্র’ নামের সেই ছবিটিও ‘ওসিডি’র মতো সম্পূর্ণ ভারতীয়। ওপার বাংলার জনপ্রিয় চিত্রগ্রাহক চিত্র ভানু বসুর পরিচালনায় সেই ছবিতে একজন ‘খাদক’ চরিত্রে ধরা দিচ্ছেন জয়া। যে কিনা হাতের সামনে যা পায় সব খেয়ে ফেলে।

‘চালচিত্র’ ছবির মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে চিত্র ভানু বসুর। গেল শনিবার কলকাতার একটি ক্লাবে ছবিটির ঘোষণায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও উপস্থিত ছিলেন। কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মাণ হচ্ছে ‘চালচিত্র’।

এ ছবি প্রসঙ্গে জয়া আহসান জানিয়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে এবারই কোনও ছবিতে প্রথম কাজ করবেন তিনি। গল্পটা পছন্দ হওয়ায় প্রস্তাব পেতেই রাজি হয়ে যান তিনি। সুন্দরবনের ভারত অংশ এ ছবির শুটিং হবে। বড় পর্দায় ছবিটি মুক্তি দেয়া হবে। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবেও ছবিটি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

‘চালচিত্র’ ছবির কাহিনিতে জয়ার শুধু খিদে পায়। সে সবকিছু খেয়ে ফেলে। বেশি খাওয়ার কারণে একদিন তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়। এভাবেই এগিয়ে যায় গল্প...।

‘ওসিডি’ ছবির কাজ শেষ করেই ‘চালচিত্র’ ছবির শুটিংয়ে যোগ দেবেন বলেও জানিয়েছেন ‘দেবী’ খ্যাত এ অভিনেত্রী। 

এদিকে বাংলাদেশে জয়া আহসান অভিনীত ‘অলাতচত্র’ ছবিটি মুক্তির অপেক্ষঅয় আছে। সরকারি অনুদানের এ ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব। আহমেদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত এটি দেশের প্রথম থ্রিডি ছবি। ছবিতে জয়ার বিপরীতে আহমেদ রুবেলকে দেখা যাবে।