প্রতীক পেয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সজলের বিশাল শোডাউন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৯:৪২ এএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ৪১৬

উট পাঁখি প্রতীক পেয়ে বিশাল শোডাউন করেছে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুন জামান সজল। সোমবার (১১জানুয়ারি) বিকালে কলেজ পাড়া পানির ট্যাংক থেকে শোডাউন শুরু হয়। শোডাউনটি ৬নং ওয়ার্ডের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পানির ট্যাংকে এসে শেষ হয়।

বণার্ঢ্য এ শোডাউনে উপস্থিত ছিলেন- কাউন্সিলর প্রার্থী মামুন জামান সজল,সাবেক কাউন্সিলর মো.মাসুদুর রহমান(শুকুর), বিশিষ্ট সমাজ সেবক-সহিদুল ইসলাম পান্না,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান-আব্বাস আলী,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক-ইকবাল সিদ্দিকী,সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক-সাদেক হোসেন সিদ্দিকী (জন),শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক-শরিফ আহমেদ সুরুপ,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-ইসতিয়াক আহমেদ রাজিব,জেলা মাইক্রো-বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক-মো:রেজাউল করিম(রিপন),টাঙ্গাইল জেলা কাঠমিস্ত্রির সমিতির সাবেক সাধারণ সম্পাদক-বিনয় চন্দ্র সুত্রধর,বিশিষ্ট সমাজ সেবক ও মিনিবাস মালিক সমিতির কার্যকরি পরিষদের সাবেক সদস্য-মাহমুদ জামান(সুমন)প্রমুখ।

এ শোডাউনে ৬নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।