মির্জাপুরে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৯ পিএম, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | ৫০৯

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল মনোনয়নপত্র জমা দিয়েছেণ।

বুধবার বেলা বারটার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন এবং আগামী ৩০ জানুয়ারি মির্জাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।