গোপালপুর পৌর শহর জুড়ে আ’লীগ প্রার্থী সিহাবের সরব প্রচারণা
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা জনসংযোগ করছেন। বিশেষ করে এই উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। আওয়ামী লীগের এ সব মনোনয়ন প্রত্যাশীরা দিন রাত সমান তালে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
গোপালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. জিল্লুর রহমান শিহাব। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও কাক ডাকা ভোর থেকে মধ্যরাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী সিহাবসহ সমর্থকরা। এ গণসংযোগের ফলে অবহেলিত এই পৌরবাসির কাছে তিনি যেমন হয়ে উঠেছেন জনপ্রিয়, তেমনি হেভিওয়েট প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মো. জিল্লুর রহমান শিহাব। এর ফলে তাকে নিয়েই স্বপ্ন দেখছেন এই পৌরবাসি।
জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোপালপুর পৌরসভা। এ পৌরসভার ভোটার সংখ্যা প্রায় ৪১ হাজার।
ভোটাররা জানায়, দলীয় প্রতীকে নির্বাচন আর প্রার্থী মনোনিত হওয়ায় অনেকাংশেই জনগণের প্রত্যাশা অনুযায়ি প্রার্থী বিজয়ী হচ্ছেনা। এ কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ি উন্নয়ন হয়না। স্থানীয় নির্বাচনে জনগণের পছন্দের ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিলে যথাযথ উন্নয়ন সম্ভব হতো। পৌরবাসির কাঙ্খিত উন্নয়নকে বেগবান করতে প্রতিটি দলকে জনসমর্থনের প্রতি দৃষ্টি দেয়ার দাবি জানিয়েছেন ভোটাররা।
এ নিয়ে গোপালপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, গত পৌর নির্বাচনে দলীয় যোগ্য প্রার্থী নির্বাচিত না হওয়ায় এ ওয়ার্ডসহ পৌরসভার সবকটি এলাকাই রয়েছে উন্নয়ন বঞ্চিত। এ পৌরশহরের যথাযথ উন্নয়নে প্রয়োজন একজন মেধাবী আর পরিচ্ছন্ন প্রার্থী।
তিনি বলেন, একাধিক প্রার্থী থাকলেও তাদের দৃষ্টিতে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার যোগ্য খন্দকার আসাদুজ্জামান একাডেমী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাকল্যাণ সম্পাদক মো. জিল্লুর রহমান শিহাব। তিনি দলের মনোনয়ন পেলে নির্বাচিত হওয়াসহ পৌরবাসি পাবেন কাঙ্খিত উন্নয়ন বলেও জানান তিনি।
পৌরশহরের নন্দনপুর এলাকার বাসিন্দা শফিকুর রহমান নান্টু বলেন, প্রথম শ্রেণী পৌরসভার নাগরিক এই গোপালপুর শহরবাসি। তবে এ পৌর শহরের নেই প্রথম শ্রেণীর কোন সেবা। এ কারণে জনকাঙ্খিত পৌর উন্নয়নের মনোভাব সম্পন্ন প্রার্থীকেই আগামী নির্বাচনে এ পৌরবাসি মেয়র নির্বাচিত করবেন এমনটাই মনে করছেন তিনি।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. জিল্লুর রহমান শিহাব বলেন, দলীয় মনোনয়ন আর নির্বাচিত হলে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ জনকাঙ্খিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসিকে একটি ডিজিটাল পৌরসভা উপহার দিবেন তিনি। দলের মনোনয়ন প্রাপ্তির বিষয়েও আশাবাদি তিনি।
তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হবে। পৌরসভার ও বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে ও তত্ত¡াবধানে শহরকে সবুজায়ন করা হবে। পৌরসভার কার্যক্রম সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ও ভিজিটালাইজড করা হবে। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ দারিদ্র নিমূল, সরকারি ও বেসরকারি বিনোযোগ বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ। প্রতিটি বিদ্যালয়, কলেজগুলাতে বিজ্ঞান চর্চার জন্য আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। নাগরিক সেবায় হেল্পলাইন চালু করা, প্রতিটি ওয়ার্ডে ক্রীড়া উন্নয়নের উদ্যাগ নেয়া হবে। বিভিন্ন স্থানে পৃথকভাবে নারী ও পুরুষের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেটের নির্মাণ করা হবে।
