১১ বছরের শিশুকে ধর্ষণ করলো ৬০ বছরের বৃদ্ধ
 
												 
																			১১ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় টাঙ্গাইল পৌরএলাকার কচুয়াডাঙ্গায়।
ধর্ষণের শিকার মেয়েটির মা জানায়, শিশুটি পড়াশোনায় একটু দূর্বল হওয়ায় ধর্ষক পৌরএলাকার কচুয়াডাঙ্গার চান্দু মিয়া কবিরাজি চিকিৎসার মাধ্যমে পড়াশোনায় ভালো করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শনিবার সন্ধ্যায় তার বাড়ীতে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে চান্দু মিয়া কৌশলে শিশুটিকে ধর্ষণ করে।
রোববার সকালে চান্দুর স্ত্রী শিশুটির মাকে ধর্ষনের বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে আশপাশের লোকজন ধর্ষকের বাড়ী ঘেরাও করে এবং গণধোলাই দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান এর কাছে ধর্ষককে সৌপর্দ করে।
এসময় বিক্ষুব্ধ জনতা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 
                         
 
            