মির্জাপুরে পাহাড়ের টিলা কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ৪৭৪

টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ের টিলা কেটে মাটি বিক্রির অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারের কাছে ধানচালা নামক স্থানে অভিযান কালে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, পাথরঘাটা গ্রামের মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীসহ মাটি লুটেরারা দীর্ঘদিন ধরে পাহাড়ের টিলা কেটে মাটির ব্যবসা করে আসছিল। খবর পেয়ে সোমবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাটি ব্যবসায়ী শহিদ ও ফরহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, পাহাড় রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।