নাটোরে বিদেশী মদসহ একজন আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৭ পিএম, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭ | ১২১০


নাটোরে বিদেশী মদসহ কামাল হোসেন নামে একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার রাতে শহরতলীর মোকরামপুর রিজিয়া কোল্ড স্টোরেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামাল বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকার জমিন উদ্দিন মেকারের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে যশোরগামী হ্যাপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় হাইওয়ে পুলিশ।

এসময় কামাল হোসেনের ব্যাগে রাখা পাঁচ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়। আটককৃত কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।