টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ২ দালালের আর্থিক জরিমানা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৫২ পিএম, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | ২৪৭

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দিন দিন দালালদের দৌড়াত্ব বাড়ছে। এতে হয়রানি ও আর্থিক ক্ষতি হচ্ছে সাধারণ রোগী এবং স্বজনরা। প্রশাসনের পক্ষ থেকে বার বার অভিযান চালালেও কমছে না দালালদের দৌরাত্ব। 

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচি রাণী সাহা দুই দালালকে নগদ পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক জরিমানা করে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির ওসি মোশারফ হোসেন জানান, রোববার দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার গালা ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. রেজাউল করিম (৪৫) ও পার দিঘুলীয়া এলাকার মৃত ওমেদালী মিয়ার ছেলে মো. শামীম আল মামুন (৪২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।