টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, রোববার, ৩০ আগস্ট ২০২০ | ৮১১

টাঙ্গাইলে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রোববার সকালে বাসাইলের পাটখাগুরী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি ওই গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৩)।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার ৩ এর কোম্পানী কমান্ডার মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে বাসাইল থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে আসামীকে বাসাইল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।