টাঙ্গাইলে ট্রাক-পিকাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ নিহত এক আহত চার

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, শনিবার, ২৯ আগস্ট ২০২০ | ৩৬০

টাঙ্গাইলের ধনবাড়ীর জামতলী বাসস্ট্যন্ড এলাকায় ট্রাক-পিকাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ১ জন নিহত ও ৪ আহত হয়েছে।

নিহত গরু ব্যবসায়ী শিপন জামালপুর জেলার সদর উপজেলার পলাশগড় এলাকার কছর আলীর ছেলে। আহতদের তাতক্ষণিকভাবে নাম পরিচয় জানাযায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁন মিয়া জানান, শনিবার ২৯ আগস্ট সকালে জামালপুর থেকে গরু বোঝাই একটি পিকাপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে টাঙ্গাইল দিক থেকে একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল।

এসময় জামতলী বাসস্ট্যান্ডে এসে ট্রাকটির সামনের একটি চাঁকা প্যাঞ্চার হয়ে যায় এসময় ট্রাক-পিকাপের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপ ভ্যানে থাকা এক গরু ব্যাসায়ী নিহত হন। আহত হন ১০ জন । 

ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে গুরুত্বর ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কর্তব্যরত ডাক্তাররা তাদের কে ময়মনসিংহ  মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠায়।

এঘটনায় ধনবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ধনবাড়ী থানার ওসি মো: চাঁন মিয়া জানান।