অস্ত্র মামলায় সাহেদের বিচার শুরু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | ৪৪৫

করোনা টেস্টে জালিয়াতিতে বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় বিচার শুরু করেছে  ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন ওই ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ইমরুল কায়েশ। এর মধ্য দিয়ে অস্ত্র আইনের মামলাটিতে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

চার্জ গঠনের আদেশে বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য জন্য আগামী ১০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন।

এই মামলাটিতে গত ৩০ জুলাই আদালতে চার্জশিট জমা দেন ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল। এরপর গত ১৩ আগস্ট ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।

এর আগে গত ২৬ জুলাই রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-প্রতারণার বিভিন্ন অভিযোগের মামলায় হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের চার মামলায় ফের ২৮ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত। 

গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দুটি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র‌্যাব। পরে গত ১৫ জুলাই ভোরে রাত অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করে র‌্যাব।