মাদক ব্যবসায়ীরা এসএসসি পরীক্ষার্থীর দুটি আঙুল কেটে নিল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিউনের রাখালিয়াচালা এলাকায় মাদক ব্যবসায়ীদের হাতে সাজিদুল ইসলাম পরান নামে এক স্কুলছাত্রের হাতের দুটি আঙুল কেটে ফেলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার আঙুল কেটে ফেলা হয়েছে।
গত সোমবার (২৫আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে গত সোমবার দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত নিরব হোসেন উপজেলার ধোপাচালা এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
আহত পরান কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে।
পরানের বাবার স্বপ্ন ছিল ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করানো। এ ঘটনায় আহত পরানের বাবা দেলোয়ার হোসেন ভারাক্রান্ত মন নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, খুইত্তা মানুষরে কেউ সেনাবাহিনীতে নিবো বাবা?
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, একজন আসামীকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।