গোপালপুরে দুইদিন ব্যাপী টাটা গাড়ির মেলা অনুষ্ঠিত


পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ঈদ আনন্দ অফার নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে দুইদিন ব্যাপী নিটল-নিলয় গ্রুপের টাটা গাড়ীর মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে নিটল মটরস লিমিটেড এর আয়োজনে উপজেলার পৌর শহরের বেলাল এজেন্সি প্রাঙ্গণে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
গোপালপুরের পৌরসভার মেয়র রকিবুল হক ছানা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, নিটল-নিলয় গ্রুপের জি.এম (সেল্স) তানভীর শহীদ রতন, কান্টি ম্যানেজার জিতেন্দ্র বাহাদুর, হেড কাস্টমার কেয়ার কর্মকর্তা কাউশিক শাহা, টাটা সাথী ডিভিশনের সিবিও জাফর উলাহ, গোপালপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল কিবরিয়া দুলাল, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা ও সহঃ সম্পাদক সৈয়দ সোলায়মান বাবু প্রমূখ।
দুইদিন ব্যাপী নিটল-নিলয় গ্রুপের টাটা গাড়ীর মেলাটি বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে শেষ হয়েছে।