বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষককের মৃত্যু

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:৩৩ পিএম, রোববার, ২৩ আগস্ট ২০২০ | ৪৯৩

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হযরত আলী (৬৭) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনার চালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। 

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান সাদ্দাম জানান, বন্যায় কয়েকদিন আগে তার বাড়ির টয়লেট পানিতে পড়ে যায়। সেই টয়লেট মেরামত করার জন্য রোববার সে ও তার ছেলে মেরামত করতে যায়। এক পর্যায়ে টিনের বেড়া ধরে টান দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।