গোপালপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো মাহির

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫ পিএম, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | ৭০৮

টাঙ্গাইলের গোপালপুরে ঈদের নানাবাড়ী বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় মাহি (৪) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাহি ওই গ্রামের ধলু মিয়ার নাতনী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যয় শিশুটি নানাবাড়ীর পাশে রাস্তা পার হওয়ার সময় বেলুয়া বাজার থেকে দ্রুতগতিতে আসা একটি ভটভটির চাকার নিচে পড়ে মারাত্বকভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।