মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১২ পিএম, সোমবার, ৩ আগস্ট ২০২০ | ৪৬৪

বন্যার পানিতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে মির্জাপুরে পানিতে ডুবে নওশাদ হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

মৃত নওশাদের পিতার পিতার মো. হারুন অর রশিদ পান্না, গ্রামের বাড়ি মির্জাপুর সদরের পুষ্টকামুরী বড় বাড়ি। সে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

নওশাদের প্রতিবেশী চাচা মির্জাপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিরুল কাদের লাবন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন ) পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে কিছু অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। নওশাদ তার মায়ের সাথে সড়কে গোসল করতে যায়। মহাসড়কে পানির প্রবল স্রোতের মধ্যে মায়ের অগোচরে নওশাদ তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও ডুবুরী দলকে খবর দেয়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসেন। বিকেল সারে চারটার দিকে ডুবুরী দল মৃত অবস্থায় পুষ্টকামুরী মহাসড়কের প্রায় ৫০ গজ দুর থেকে নওশাদের মৃত দেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক খন্দকার আব্দুল জলিল ও স্টেশন অফিসার সোহলে আহমেদ বলেন, খবর পেয়ে ডুবুরি দলসহ দ্রুত ঘটনাস্থলে যাই। আধা ঘন্টার মধ্যে স্কুল ছাত্রে মৃতদেহ উদ্ধার করা হয় বলে তারা জানান।