টাঙ্গাইলে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান উল্টে খাদে

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:৩৭ পিএম, বুধবার, ২৯ জুলাই ২০২০ | ২৫৬

টাঙ্গাইলে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান উল্টে খাদে পড়ে চালকসহ দুইজন আহত হয়েছেন।দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত উপস্থিত হন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা । এসময় চালকসহ দুইজনকে আহত অবস্থায় তারা উদ্ধার করে।

বুধবার (২৯ জুলাই) মহাসড়কের টাঙ্গাইল সদরের শিবপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, বরিশাল জেলার মোলাদি উপজেলার চর কালেখা গ্রামের হজরত আলী ব্যাপারীর ছেলে গাড়ী চালক মোঃ ফারুক (৩০) ও চট্রগ্রাম জেলার খোলশী উপজেলার হাজী ঘোনা গ্রামের মৃত্য আব্দুস ছাত্তারের ছেলে মাছ ব্যবসায়ী আবুল কাশেম(৪৭) ।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে ইলিশ ভর্তি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-২১৩০) টাঙ্গাইল পার্কের বাজার যাওয়ার সময় টাঙ্গাইল মহাসড়কের শিবপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ড্রাইভার এবং মাছের ব্যাপারী গাড়ীতে আটকা পড়ে। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত দূর্ঘটনা স্থলে পৌঁছে ড্রাইভার মোঃ ফারুক (৩০) এবং মাছের ব্যাপারী মোঃ আবুল কাশেম (৪৭) কে উদ্ধার করা হয়।