ভুঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত; ছেলে আহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:০০ পিএম, বুধবার, ১৫ জুলাই ২০২০ | ৪১৪
টাঙ্গাইলের ভুঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শ‌ফিকুল ইসলাম শ‌ফিক (৫৫) নামের এক ব‌্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে মিয়াদ । 
 
বুধবার (১৫ জুলাই) সকালে ভুঞাপুর- তারাকা‌ন্দি সড়কের প‌লিশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, শফিকুল তার ছেলের সাথে মোটরসাইকেলযোগে ভুঞাপুর- তারাকা‌ন্দি সড়কের উপজেলার তারাই বাজারে যা‌চ্ছিল। এসময় মোটরসাইকেল‌টি সড়কের পলিশা এলাকায় পৌছালে এক‌টি কুকুরকে বাঁচাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থ‌লেই শ‌ফিকুল মারা যায়। এসময় তার ছেলে মিয়াদ গুরুতর আহত হলে ভুঞাপুর স্বাস্থ‌্যকমপ্লেক্সে ভ‌র্তি করা হয়। 
 
ভুঞাপুর স্বাস্থ‌্যকমপ্লে‌ক্সের আবা‌সিক মে‌ডিকেল অ‌ফিসার ডা: কুমার বিশ্বজিৎ পাল বলেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত মিয়াদকে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।