থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে শিশুসহ নিহত অন্তত ১০


ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুরে থালাপারতির রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) রোড-শো বা র্যালিতে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিজয়কে এক ঝলক দেখার আশায় বিশাল জনতার একটি বড় অংশ মঞ্চের ব্যারিকেডের দিকে ধেয়ে আসে। ভীষণ ভিড় ও গরমে শ্বাসরুদ্ধ পরিবেশে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। সে সময়ই তারা পদদলিত হন।
সেই বিশৃঙ্খলার মধ্যে অনেক শিশু তাদের পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনেকেই পদদলিত হন। সরাসরি টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, বিজয় তার ভাষণ থামিয়ে অজ্ঞান হয়ে পড়া সমর্থকদের মাঝে পানির বোতল বিতরণ করছেন এবং পুলিশের সাহায্য চাচ্ছেন।
ইন্ডিয়া টিভির তথ্যানুযায়ী, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে থালাপতি বিজয় তার বক্তৃতা সংক্ষিপ্ত করেন এবং পদদলিত হওয়া মানুষকে সহায়তার জন্য পুলিশের কাছে আহ্বান জানান।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মন্ত্রীদের করুরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং জেলা কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।