মধুপুর প্রান্তিক চাষীদের মাঝে কৃষিমন্ত্রীর খাদ্য সহয়তা বিতরণ!

হাফিজুর রহমান. মধুপুর
প্রকাশিত: ০৭:৩০ পিএম, শুক্রবার, ২৬ জুন ২০২০ | ৫১৮

বৈশি^ক করোনা ভাইরাস মহআমারীতে টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়নের ২৫০ জন কৃষকের মাঝে খাদ্য সহয়তা বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা বিএডিসি কৃষিবিদ সমিতির আয়োজনে মধুপুর বিএডিসি আলুবীজ হিমাগারের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

বিএডিসি কৃষিবিদ সমিতির রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান সায়েদুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোওয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহ সভাপতি ইয়াকুব আলী, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোসেন।