টাঙ্গাইলে মুখে মাস্ক না থাকায় ৫ জনকে জরিমানা
 
												 
																			টাঙ্গাইলে মুখে মাস্ক না থাকার অপরাধে পাঁচজন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন বলেন, সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করার অপরাধে পাঁচজনকে ৬০০ টাকা জরিমানা করা হয়। 
তিনি আরো বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
                         
 
             
            