কালিহাতীর সাংবাদিকদের পিপিই দিলেন আবু নাসের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন এফবিসিসিআই এর পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের। কালিহাতী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে এলেঙ্গা রিসোর্টের মিনি হলরুমে কমপক্ষে ৩০ জন সাংবাদিকের হাতে পিপিই তুলে দেওয়া হয়।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক দাশ পবিত্র সাংবাদিকদের পক্ষ থেকে আবু নাসেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কালিহাতী ফাউন্ডেশনের সভাপতি আবু নাসের বলেন করোনার মধ্যেও সাংবাদিকরা পেশাগত কাজে জীবন ঝুঁকি নিয়ে অনবরত মাঠে ঘাটে থাকেন। তাই তাদের জন্য আমার ক্ষুদ্র উপহার। তিনি আরো বলেন আমার ডাকে ব্যস্ততার মাঝে সাংবাদিকরা এসেছেন আমি অত্যন্ত আনন্দিত। সাংবাদিকদের সুস্থতা কামনা করছি।
এসময় কালিহাতী ফাউন্ডেশনের সহ-সভাপতি ছাত্রলীগের সাবেক নেতা রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন ও কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম কুয়াশাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
