ডিজিটাল কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৫:১০ পিএম, রোববার, ১৯ এপ্রিল ২০২০ | ৩৬৭

করোনাভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতীতে  কালিহাতী ও এলেঙ্গা পৌরসভার ২ হাজার ৪ শত কর্মহীন মানুষদের জন্য এই প্রথম ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশেষ ওএমএস'র ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় কালিহাতি পৌরসভার বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিহাতী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, ওএমএস'র স্থানীয় ডিলার আলমগীর হোসেন এবং কামাল হোসেন কুলীন প্রমুখ।