ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে সপ্তহব্যাপী ১৬ ডিসেম্বর উদযাপন
 
												 
																			গৌরবের ৭০ বছরে পা রাখা টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে সপ্তাহব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। গত ১০ ডিসেম্বর “বিজয় নিশান উড়ছে ঐ’ গানের মাধ্যমে কলেজের মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিজয় উৎসবটি আগামী ১৬ ডিসেম্বর সমাপ্ত হবে।
জানা যায়, ইবরাহীম খাঁ সরকারি কলেজের মুক্ত মঞ্চে প্রতিদিন বিকালে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের গান, জাগরণের গান, পল্লীগীতি, লালনগীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, কবিতা আবৃত্তি, নৃত্য ও মুক্তিযুদ্ধভিত্তিক ”লচ্চিত্র প্রদর্শনী হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করেও কলেজে আলোচনাসভা ও দিনব্যাপি দেশ চেতনা ভিত্তিক গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করা হয়। বিজয় দিবস উদযাপনের জন্য সবুজ বৃক্ষরাজি পরিবেষ্ঠিত কলেজটি বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাহবুবুর রহমান ও পারভীন আক্তার।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল ও হোসনে আরা বেবী, কলেজে বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক আশরাফ হোসেন প্রমুখ।
 
                         
 
             
            