বাসাইলে কাউলজানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০ পিএম, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭ | ১৭৭

টাঙ্গাইলের বাসাইল উপজেলাধীন কাউলজানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সংশ্লিষ্ট ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

গত ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে সর্বস্তরের লোকজন বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে তারা প্রধানমন্ত্রী বরাবর ভবন নির্মাণের দাবি সংক্রান্ত লিখিত স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান ও রাশেদা সুলতানা রুবি জনতার দাবিকৃত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, উপজেলার ৬টি ইউনিয়নের ৫টিতেই ইতোমধ্যে কমপ্লেক্স ভবন নির্মিত হলেও জমি সংক্রান্ত জটিলতায় কাউলজানী ইউনিয়নে এখনো কমপ্লেক্স ভবন নির্মিত হয়নি। এলাকার জনসাধারণ দীর্ঘদিন ধরে কমপ্লেক্স নির্মাণের দাবিতে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

বর্তমানে কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি কাউলজানী ইউনিয়নবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সকল জটিলতা দূর করে জরুরি ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান এলাকাবাসী।