এপ্রিলেই ব্যাপকহারে করোনা সংক্রমণের আভাস মিলছে: প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ | ৬৪২
 
চলতি মাসে দেশে আরও ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভি‌ডিও কনফারেন্সে তি‌নি এ কথা জানান।


অনুষ্ঠান‌টি প‌রিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস।

এসময় তিনি বলেন, দুর্যোগে চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নাই। করোনা পরিস্থিতিতে জরুরি সেবাদানকারীদের বিশেষ প্রণোদনা দেয়ারও ঘোষণা দেন তিনি।