গো-খাদ্যের অভাবে বিপাকে কালিহাতীর কৃষকরা
টাঙ্গাইলের কালিহাতীতে গো-খাদ্যের অভাবে বিপাকে পড়েছে কৃষকরা। চলতি বছরের কয়েক দফায় বন্যা হওয়ার কারনে কোন ফসল ঘরে উঠাতে পারেনি কৃষকরা। যার কারনে খড়ের অভাব দেখা দিয়েছে প্রচুর পরিমান।
নিচু জায়গাগুলো পানিতে প্লাবিত হওয়ায় সবুজ ঘাসও নষ্ট হয়ে গিয়েছে। এখন গো-খাদ্য নিয়ে খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছে তারা। অস্বাভাবিক মূল্যে হওয়ার কারনে বিভিন্ন জায়গা থেকে খড় কিনতে গিয়ে ভোগান্তির স্বীকার হচ্ছে কালিহাতীর কৃষকরা।
উচু যায়গাগুলোতে অনেকের ধান ভালো হওয়ার কারনে, ক্ষতিগ্রস্থ কৃষকরা তাদের ধান বিনা পারিশ্রমিকে কেটে দিচ্ছে খড়ের জন্য। শুধু তাই নয় ধান কেটে দিয়ে ওই ক্ষেত থেকেই আবার প্রতি আটি খড় ৬/৭ টাকা দরে কিনে নিতে হচ্ছে।
যেই আটির দাম মাত্র ২/৩ টাকা। উপজেলার বর্তা গ্রামের কৃষক রনজিত বাবুর সাথে কথা বললে তিনি জানান, আমরা ধান আবাদ করে জীবিকা নির্বাহ করি। ধান নষ্ট হওয়াতে নিজেরা যেমন কষ্ট করছি সেই সাথে গরুর খাদ্যে নিয়েও সংকটে পরে গিয়েছি।
আমরা খড় কিনতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি বিভিন্ন জায়গাতে। কিন্তু কিনতে গিয়ে দেখি ধানের চাইতে খড়ের দামই বেশী। যে পরিমান খড়ের দরকার, মূল্য বেশি হওয়ার কারনে তা পুরণ করতে পারছি না। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বললে তারা তাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন। অনেকের ৪/৫ টি গরু আবার অনেকের তারোও অধিক কিন্তু একটি গরুর খাদ্য সংগ্রহ করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বেশিরভাগ কৃষকরা গো-খাদ্যের অভাবে বিপাকে পড়ে আছে। এ বিষয় নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে কালিহাতী উপজেলায়।
