বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: নাসিম

অালোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ | ১৮৭

বিএনপি নামক দলটি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেই চলেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

১৪ দলের মুখপাত্র নাসিম আরো বলেন, আগামী নির্বাচন মন্ত্রী-এমপি বানানোর নির্বাচন নয়। নিজেদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। তিনি বলেন, এ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই হবে। সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা কেমন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, একটি ছোট সরকার প্রধানমন্ত্রী পরিচালনা করবেন। সেটা নির্বাচনের সময় রুটিন ওয়ার্ক করবে। সেই সরকারে কারা কারা থাকবেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিবেন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করবে নির্বাচন কমিশন।

নাসিম বলেন, বেগম জিয়া কথায় কথায় ন্যায়বিচারের কথা বলেন। যখন ৬৪ জেলায় বোমা হামলা হলো। ২১ আগস্টের গ্রেনেড হামলায় ২৪ জন মারা গেল, তার স্বামী জিয়াউর রহমান যখন কর্নেল তাহেরসহ অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করলেন তখন কোথায় ছিল ন্যায়বিচার? জিয়াউর রহমান তো গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দী করেছিলেন।

নাসিম আরো বলেন, বেগম খালেদা জিয়ার পাচার করা অর্থ ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় তিনি সৌদি আরবসহ বিভিন্ন দেশে জিয়া পরিবার যে অর্থ পাচার করেছে সে বিষয়ে তদন্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নাসিম বলেন, কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।