মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুরে ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।সেই লক্ষে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাস্তবায়িত হতে যাচ্ছে স্থীয় ক্রীড়ামোদিদের দীর্ঘদিনের চাওয়া।
রবিবার সকালে উপজেলা সদরের এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় একাব্বর হোসেন এমপি বলেন, যুব সমাজকে খেলার মাঠে ফেরাতে সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন দুলাল, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন সোহেল, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।
 
                         
 
             
            