বাউয়েট পুরোকৌশল বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্ণশীপ কার্যক্রম শুরু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪ এএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | ২১৪

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর পুরোকৌশল বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশীপের প্রশিক্ষণ কর্মসূচি বিএমডিএ এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), রাজশাহীর নির্বাহী পরিচালক-(যুগ্ম সচিব) শ্যাম কিশোর রায়।

প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৌশলীদের আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিতে হবে তাহলেই মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণ হবে।’

বিএমডিএ এর সেচ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান। বিএমডিএ এর প্রশিক্ষণ পরিচালক মোঃ ইকবাল হোসেন, বিএমডিএ এর বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প পরিচিতিসহ গুরুত্বপূর্ণ বিষয় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারী- নির্বাহী প্রকৌশলী মোহা. তরিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু হোসেন, বাউয়েটের পুরোকৌশল বিভাগের ব্যাচ কোঅর্ডিনেটর প্রভাষক মোঃ শাহজাহান আলী প্রমূখ। অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের গভীর নলকূপের সাইট নির্বাচন, খনন, পাম্প হাউজ নির্মাণ ও কমিশনিংএবং সেচ কাজে গভীর নলকূপ পরিচালনা পদ্ধতি সম্পর্কিত আলোচনা করেন সেচ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ।

দ্বিতীয় পর্বে সেচের পানি বিতরণ ব্যবস্থাপনা, সুবিধা-অসুবিধা আলোচনা করেন বিএমডিএ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুর রহমান, খাবার পানি স্থাপনা নির্মাণ প্রয়োজনীয়তা, নির্মাণ কৌশল ও পরিচালনা সম্পর্কিত আলোচনা করেন নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ নাজিরুল ইসলাম।

উল্লেখ্য যে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের ৩৯জন শিক্ষার্থীদের চার সপ্তাহ ব্যাপী ইন্টার্নশীপের প্রশিক্ষণ কর্মসূচি তত্ত্বীয় প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তব প্রশিক্ষণ চলবে।