সখীপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | ৫১৭

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় মো.রোমেজ উদ্দিন (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার সকাল নয়টার দিকে উপজেলার মহানন্দপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

জানা যায়,সোমবার সকালে সখীপুর থেকে কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি যাওয়ার পথে মহানন্দপুর বাজারের দক্ষিণ পাশের বাইদে ট্রাফি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শামীমা আহমেদ জানান হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত রোমেজ উদ্দিন সখীপুর বাজার বণিক বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফাহিম সুপার মার্কেটের সাবিদ গার্মেন্টেস এন্ড প্যান্ট হাউজের মালিক এবং বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

সখীপুর থানার ওসি(তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।