ভূঞাপুর-বঙ্গবন্ধু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ
 
												 
																			টাঙ্গাইলের ভূঞাপুর-বঙ্গবন্ধু সড়কের ঘনকুয়াশার কারণে খুপিবাড়ি নামক স্থানে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৫ জন আহত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে এই দুঘর্টনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার গাবসারা ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামানের ছেলে রেইন (১৮), পৌর এলাকার ছাব্বিশা গ্রামের শাহজাহানের ছেলে ও ট্রাক চালক মো. টনি (২৫), গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৭৫), একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে জেসমিন আক্তার (৩০) ও মো. মিল্টনের মেয়ে লিলি অাক্তার (২৫)।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, সকালে গোবিন্দাসী থেকে ছেড়ে আসা বালুবাহী হাইড্রোলিক ট্রাক ও ভূঞাপুর থেকে ছেড়ে যাওয়া হাইড্রোলিক ট্রাকের সাথে ঘনকুয়াশার কারণে উপজেলার খুপিবাড়ি এলাকায় একটি ইটভাটার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোবিন্দাসী থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী অটোরিকশাটি দুর্ঘটনায় কবলিত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে অটোরিকশায় থাকা ৪ যাত্রী আহত হয়। অপর দিকে, ট্রাকের সংঘর্ষে আহত হয় ট্রাকচালক টনি। পরে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহয়োগিতায় তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন অাহম্মেদ জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
                         
 
             
            