ঘাটাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১০ পিএম, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ | ২৫৪

টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমানের উপর ঘাটাইল সদরের ইউপি চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

ঘাটাইল প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিকগণ ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের ঘোষনা দেন।

আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা নান হলে ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা আগামী মঙ্গলবার স্থানীয় ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসুচি দেন। মাবনবন্ধনে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্বাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, হায়দার রহমান, নিউজ২৪এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান , সাংবাদিক আতা খন্দকার,রবিউল আলম বাদল, জাহান কলিপ্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, সাংবাদিক উত্তম আর্য্য, মোঃ মাসুম মিয়া, মনোয়ার হোসেন সোহেল. আনোয়ার হোসেন বকুল ,ঘাটাইল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, গোলাম মোস্তফাসহ অন্যান নেতৃবৃন্দ। এ দিকে বৃহস্পতিবার বিকালে ঘাট্ইাল উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ইউএনও এবং ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ঘাটাইল উপজেলার যুগান্তরের প্রতিনিধির উপর সস্ত্রাসী হামলা করা হয়। এতে সে আহত হন। এ ন্যাক্কারজনক ঘটনার স্থানীয় প্রশাসন কর্তৃক কোন সুষ্ঠ সমাধান না হওয়াতে শনিবার সকালে সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে আসামি করে ঘাটাইল থানায় একটি মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ০৪ (১৫/২/২০২০)।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে ইউএনওর সাথে সংবাদ বিষয়ক কথা বলার সময় ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী পূর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করেন।