টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ এএম, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ | ৪২৯

টাঙ্গাইলে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকরী চক্রের মো. নাইম সিদ্দিকী (১৭) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা। সে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বার্তা উত্তর পাড়ার আবু আশরাফ শান্তর ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বাসাইল বাসস্ট্যান্ড সংলগ্ন নিলু সুপার মার্কেটের দেশ বাংলা সোলার সিস্টেম ইলেকট্রনিক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. নাঈম সিদ্দিকী (১৭), কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য।

এ সময় সেখান থেকে একটি মোবাইল, তিনটি সিম, ১৫৮০টাকা ও ভূয়া প্রশ্নপত্রের ৩০টি স্ক্রিনশট উদ্ধার করা হয়।

নাইম সিদ্দিকী জিজ্ঞাসাবাদে জানায়, তার ব্যবহৃত মোবাইল ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ছদ্ম নাম দিয়ে পেজ খোলে। তার ম্যাসেঞ্জার ফ্রেন্ড নাইম সিকদার, এসই নাইম সিকদার, এন এস নাইম। চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সে দেবে বলে শাকিলা পারভীন, বকুল, ফাহিম, পারভেছ হোসেন, তাসপিয়া অরিন, ফারহান কামরুজ্জামানসহ অনেকের সাথে আশ্বাস দেয়।