প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি বিএনপির
সৌদি আরবে চেয়ারপারসন খালেদা জিয়া, তার দুই ছেলে- তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কম্বোডিয়া সফর সম্পর্কে অবহিত করতে গতকাল বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের দাবি করেন।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য নির্ভর বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই তিনি এই অলীক অপপ্রচার করছেন।’
তিনি প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে খালেদা জিয়া ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকি দেন বিএনপির এই নেতা।
তবে বক্তব্য প্রত্যাহারের সময়সীমা বা কত দিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘সেটা সময়ই বলে দেবে।’
