ভূঞাপুরে অসুস্থ গরু জবাই,ভ্রাম্যমান আদালতে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | ৩৮৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টি মোড়ে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির দায়ে এক কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার গোবিন্দাসী টি মোড়ে মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন।

গোবিন্দাসী টি মোড়ে মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় কিন্তু খোজ নিয়ে জানা যায় যে গরুটি অসুস্হ ছিল।  অসুস্থ গরু জবাই ও সে মাংস বিক্রি করার অপরাধে বামনহাটা গ্রামের মোঃ জুলহাসের ছেলে মোঃ মনির হোসেনকে (৪৭) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অাসলাম হোসাইন বলেন, পরিস্থিতি ও স্বীকারোক্তি বিবেচনায় কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরবর্তিতে তিনি এমন কাজ করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।