সাংবাদিকদের উপর হামলারীদের গ্রেফতারের দাবিতে কালিহাতীতে মানববন্ধন
 
												 
																			টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যাপি কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহআলম, সহ-সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক দাস পবিত্র, যুগ্ম সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ আব্বাসী ও ইমরুল হাসান বাবু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলা অত্যান্ত ন্যাক্কারজনক। হামলাকারীসহ মুলহোতাদের আগামী২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সাংবাদিকরা রাস্তায় নেমে আসার হুশিয়ারী দেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়।
এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।
 
                         
 
             
            