টাঙ্গাইলে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ২০২

চলতি ২০২০ শিক্ষা বছরের প্রথম দিন, বুধবার টাঙ্গাইল জেলায় প্রাথমিক, প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ লাখ ৬৬ হাজার ৯১৯ জন শিক্ষার্থীর হাতে বই উৎসবের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে ৮২ লাখ ১৫ হাজার ৯৬৬ টি নতুন পাঠ্য বই।

এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৪৫ হাজার ১৪০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২১ লাখ ১৮ হাজার ৬৯৯ টি বই এবং প্রাক-প্রাথমিক ৭২ হাজার ৯৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে ৭২ হাজার ৯৫৮ টি বই বিতরণ করা হয়।

এ ছাড়া ৪ লাখ ৪৮ হাজার ৮২১ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৬০ লাখ ২৪ হাজার ৩০৯ টি বই বিতরণ করা হয়।

উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্য পুস্তক উৎসব উপযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে টাঙ্গাইল শহরে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ নতুন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা আক্তারুন্নাহার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মেরিনা আক্তার মিতু প্রমুখ।