বাগেরহাটে ডিএসবির সদস্য ট্রাক চাপায় নিহত

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
প্রকাশিত: ০৬:১২ পিএম, রোববার, ৮ ডিসেম্বর ২০১৯ | ৪১৮

বাগেরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রেজাউল করিম (৫৫) নামের এক পুলিশের এসআই নিহত হয়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) বিকালে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিমের বাড়ি মাগুরা জেলায়। তিনি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, এসআই রেজাউল করিম আদালতে মামলার তথ্য সংক্রান্ত কাজ শেষ করে কোর্ট এর প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন।

এসময় বাগেরহাট থেকে খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।