সাংবাদিক শাহীনের ৩য় মৃত্যু বার্ষিকী আজ
 
												 
																			প্রয়াত সাংবাদিক ও মানবাধিকার কর্মী এহসানুল হক খান শাহীনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দোয়া প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শাহীনের বড়ভাই সাংবাদিক একরামুল হক খান তুহিন সভায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। এরআগে সকালে মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। শাহীনের স্ত্রী নিলুফ ইয়াসমিন স্নিগ্ধা টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি ছিলেন।
উল্লেখ্য এহসানুল হক খান শাহীন দৈনিক আমাদের সময় ও ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি ছিলেন। অত্যন্ত সহজ সরল ব্যক্তি হিসেবে সুপরিচিত শাহীন ২০১৬ সালের ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার অকালে প্রয়াণে পরিবার, আত্মীয় স্বজন ও টাঙ্গাইলের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
 
                         
 
             
            