ভূঞাপুরে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ | ৪৬৮

টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্ট'র উদ্যোগে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ১০ টায় উপজেলার নিকরাইল ইউনিয়নের নলছিয়া মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্ট'র সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার, কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাছেদ সরকার, নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল  মোনায়েম সরকার প্রমুখ।

এ শিক্ষা বৃত্তি পরীক্ষায় নিকরাইল ইউনিয়নের ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।