প্রাইমারী স্কুল পরিদর্শন করলেন

কালিহাতীর এক প্রাইমারী স্কুল পরিদর্শন করলেন মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রধান শিক্ষকরা

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৫ পিএম, রোববার, ৬ আগস্ট ২০১৭ | ২৪৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও জেলা, উপজেলা পর্যায়ে ৭ বারের শ্রেষ্ঠ বিদ্যালয় পরিদর্শন করলেন মানিকগঞ্জ ঘিওর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ ।

জানা যায়, ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও জেলায় ৭ বার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্থান লাভ করা উপজেলার খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫আগষ্ট) শনিবার পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।

উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিয়া পারভীন,
ঘিওর উপজেলা চেয়ারম্যানের সহ-ধর্মিনী কহিনুর আক্তার লিপি, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান ও উপজেলার বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ।

পরিদর্শন শেষে একটি আলোচনা সভা ও পুস্পস্তক অর্পণ করা হয়।