নাটোরে হাজারি জাতের লাউ ফসলের মাঠ দিবস

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৩ পিএম, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | ৩৫৯

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কৃষক পর্যায়ে হাজারি জাতের লাউ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বুধবার বিকালে রহিমানপুর মোল্লা পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক আব্দুল মালেক শাহের সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মোমরেজ আলী।

এসএপিপিও মোজাহার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, নাটোর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন, অধ্যাপক মঞ্জুরুল আলম মাসুম, শিক্ষক দুলাল হোসেন, কৃষকদের মধ্যে রফিকুল ইসলাম, জমির উদ্দিন, ইয়ারোব আলী প্রমুখ।

মাঠ দিবসে বক্তারা বলেন, ‘খরিপ-২ মওসুমের হাজারি জাতের লাউ ফসল মাত্র ৪৫ দিনের মধ্যে ফল দিতে শুরু করে এবং টানা প্রায় দুই মাস পর্যন্ত তা চলে।