ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২০ পিএম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | ১৬১

ঘাটাইলে আমন ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে নূরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার জামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি নর্জুনবাগ গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুল ইসলাম গত বুধবার বিকালে তার ধানক্ষেতে কীটনাশক (বাসোডিন) ছিটাতে যান। নাক- মুখে কোনো প্রকার কাপড় না বেঁধে তিনি স্প্রে করা শুরু করেন। স্প্রে করার সময় বিপরীত দিক থেকে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। উল্টো দিক থেকে বাতাস এসে ব্যবহৃত বিষ তার নাক, মুখ ও চোখে লাগে।

অল্প সময়ের মধ্যেই তিনি ওই ধানক্ষেতেই লুটিয়ে পড়েন। হঠাৎ লুটিয়ে পড়ায় বিষয়টি তার ছেলে ও আশেপাশের লোকজন দেখে তাকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।