চকরিয়ায় নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া
প্রকাশিত: ০৯:৩৩ এএম, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ | ২৮৩
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চরে প্রতিমা বিসর্জন অনুষ্টান দেখতে গিয়ে বন্ধুদের সাথে খেলার সময় নদীর পানিতে ডুবে নিখােঁজ জেএসসি পরিক্ষার্থী বিশালের মরদেহ দীর্ঘ ৪ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 
৮ অক্টোবর ফায়ার সার্ভিসের লােকজন বিকাল সাড়ে তিনটা থেকে উদ্ধার তৎপরা চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করতে সক্ষম হন।
 
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, নিখােঁজ ছাত্রের নাম আওরঙ্গজেব বিশাল (১৪)।
 
সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের আলমগীর কবিরের ছেলে ও চকরিয়া ইটারন্যাশনাল স্কুল থেকে এবারের জেএসসি পরিক্ষার্থী।
 
উদ্ধার তৎপরতায় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত ইনসার্জ মাহবুবুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম প্রমূখ।
 
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মাে. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লােকজন উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার সময় নিখোঁজ ছাত্র বিশালের লাশ উদ্ধার করতে সক্ষম হন।
 
উল্লেখ্য যে, নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করে প্রথমে চকরিয়া জমজম হাসপাতালে এরপর চকরিয়া হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ লাশের পরীক্ষা-নিরীক্ষা করার পর লাশ তার বাড়িতে প্ররণ করেন।