ভূঞাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ১১:৩৮ এএম, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ৪৬৭

টাঙ্গাইলের ভূঞাপুরে শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত করেন সহকারি কমিশনার (ভূমি) মো.আসলাম হোসাইন।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। 

এতে উপস্থিত ছিলেন অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আসিফ হায়াত, ক্রীড়া ব্যক্তিত্ব মাইনুল ইসলাম বিন্দু, শাহজাহান আলী মিয়া প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অর্জুনা ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে ফলদা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। এতে রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক কামরুজ্জামান তালুকদার, সহকারি রেফারি ইবরাহীম খলিল ও মঞ্জুরুল আলম।