বাসাইলে সড়কে এক হাজার গাছের চারা রোপণ করলো ‘ঠিকানা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫ পিএম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ | ৪৮০

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

‘ঠিকানা’র সামাজিক বনায়ন কল্পে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বার্থা ও কলিয়াসহ কয়েকটি এলাকার সড়কের দু’পাশে আকাশমনি ও নিমগাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, ড. জুলহাস আলী মিয়া, ইউপি সদস্য বেলায়েত হোসেন, ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রুমেল প্রমুখ।

প্রসঙ্গত, সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’ ২০১৭ সাল থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।