শ্রম আইনের সঙ্গে সমন্বয় করে গণমাধ্যমকর্মী আইন হবে: তথ্যমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | ৪৪৩

শ্রম আইনের সঙ্গে সমন্বয় করে গণমাধ্যমকর্মী আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সম্প্রচার আইন পাসের পর সম্প্রচার কমিশনও গঠন করা হবে।

বুধবার (২৮ আগস্ট)  দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করতে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, ‘গণমাধ্যম কর্মী আইন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ শ্রম আইনের সঙ্গে গণমাধ্যম কর্মী আইনের কিছু বিষয় রয়েছে। সেটা সমাধান করা প্রয়োজন। সম্প্রচার আইনও খুব তাড়াতাড়ি সংসদে নিয়ে যেতে পারবো বলে আশা প্রকাশ করছি। সম্প্রচার আইন হলে সম্প্রচার কমিশনও হবে।’