৬২ বছরের বৃদ্ধা আমেনার পাশে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭ | ৪৫৩

সংবাদ প্রকাশের পরে অবশেষে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়ার ২নং ওয়াডের্র নিবাসী মৃত তোফির উদ্দিনের স্ত্রী সেই বৃদ্ধা আমেনা বেওয়ার(৬২) জন্য অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এরই লক্ষে রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি আল মাহমুদুল হাসান বাপ্পি ও দৈনিক লোকায়নের স্টাফ রিপোর্টার ও দৈনিক নবচেতার জেলা প্রতিনিধি নাহিদ রেজার হাতে প্রাথমিক ভাবে ঐ বৃদ্ধার জন্য চাল,ডাল,তেল,লবন,চিনি,শুনকো মুড়ি ও চিড়ার একটি বস্তার ব্যাগ হস্তান্তর করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এসময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল কথা প্রসঙ্গে বলেন, আমি যতটুকু পারি বৃদ্ধা আমেনা বেওয়ার জন্য সাহায্য করবো। সেই সাথে তার থাকার জন্য একটি বাড়ি ও তার বয়স্ক ভাতার জন্য একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দিবেন বলেন আশ্বাস দেন তিনি।

পরে সাংবাদিক বাপ্পি ও নাহিদ সেই বৃদ্ধার হাতে ব্যাগটি তুলেন দেন।