ধনবাড়ীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

হাফিজুর রহমান.মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৮ এএম, বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ১৯৫

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স. ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, ফিল্ড এসিস্ট্যান্ট আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান, ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, রমজান আলী, মো. ইউনুস আলী, আবুল হোসেন, সাজন আহমেদ রাজু প্রমূখ।

সপ্তাহব্যাপী কর্মসূচির ১ম দিন সংবাদ সম্মেলন, মতবিনিময় ও মাইকিং প্রচারণা। ২য় দিন র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ। ৩য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা ও প্রামান্য চিত্র প্রদর্শন।

৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। ৫ম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক আলোচনা বিতর্ক প্রতিযোগিতা ও প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিন হাটবাজার ও জনবহুলস্থানে মৎস্যচাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, ভিডিও এবং প্রমাণ্যচিত্র প্রদর্শন। ৭ম দিন জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপণী অনুষ্ঠান।